নিউজিল্যান্ডে দুই বাংলাদেশী সহ নিহত ৪০

Reading Time: < 1 minute

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন বাংলাদেশী নিহত হয়েছেন বলে সেখানকার বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বাংলাকে দেয়া এক বিবৃতিতে দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া জানান,নিহত দু’জন বাংলাদেশীর পরিচয় সম্পর্কে তাঁরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন।

তিনি আরো বলেন, নিহতদের একজন ড. আবদুস সামাদ, যিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।

নিহত অপরজনের পরিচয় সম্পর্কে মি. ভুইয়া বলেন যে মিসেস হোসনে আরা একজন গৃহবধূ ছিলেন।

মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে।

এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানান মি. ভুইয়া। গোলাগুলির ঘটনার পর এখনো পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে একজন ড. আবদুস সামাদের স্ত্রীও রয়েছেন।

আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসলিম জড়ো হয়েছিলেন। এমন সময়ে সেখানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>