উপভোগ করার মতো ছবি 

Reading Time: 2 minutes

।।কৌ শা নী মি ত্র।।

ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডলওয়াল্ড

এডি রেডমাইনি, ক্যাথরিন ওয়াটারস্টোন

হ্যারি পটারের মাত্রাতিরিক্ত জনপ্রিয়তার পর সেই একই প্রযোজনা সংস্থা নিয়ে এসেছিল হ্যারি পটারের প্রিকোয়েল। ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি প্রকাশ পায় ২০১৬ সালে। তারপর তার দ্বিতীয় অংশ ২০১৮ সালে। এ ছবিতে দর্শক হ্যারির শিক্ষক ডাম্বেলডোরকে দেখতে পাবেন মধ্য বয়সী যুবক হিসেবে। গল্পে এসেছে বেশ কিছু নতুন চরিত্রও যেমন নিউট, এ গল্পের নায়ক যে সবথেকে বেশি ভয় পায় অফিসে চাকরি করাকে। নিউটের বন্ধু জ্যাকব আর কুইনি একে অপরকে ভালোবাসে কিন্তু জ্যাকব বিয়ে করতে দ্বিধা বোধ করায় কুইনি জ্যাকবকে ছেড়ে চলে যায়। অন্যদিকে নিউট-এর আর এক বন্ধু টিনার সঙ্গে দেখা হয় ইউসুফের। কথার ছলে ভুলিয়ে টিনা কে আঁটকে রাখে ইউসুফ। কিন্তু কে এই ইউসুফ সেই নিয়েই এগোয় গল্প। অন্যদিকে আর এক সমান্তরাল দিকে দেখি ১৯২৭ সালের নিউ ইয়র্ক-এর কারাগার যেখানে বন্দি গ্রিন্ডলওয়াল্ড যে চায় সারা বিশ্বকে ‘উইজার্ড’ অ্যাসোসিয়েশন এ পরিণত করতে। কিন্তু তার প্রধান বাধা তার এককালীন প্রিয় বন্ধু অ্যালবাস ডাম্বলডোর। যাকে মারতে পারে এরকম শিশু পৃথিবীতে একজনই জন্মেছে। কে সে? তার এখন বয়স বা কত? কী নাম তার? ইউসুফের অস্তিত্বের সঙ্গে সেই ছেলের জন্ম কোনওভাবে জুড়ে আছে কি? তবে হ্যাঁ, ফ্যান্টাস্টিক বিস্টসের প্রথম পর্ব দেখা না থাকলে কিংবা হ্যারি পটার সিরিজ সম্পর্কে বিস্তারিত না জানলে বুঝতে পারবেন না কিছুই। তবুও সোয়া দু-ঘণ্টা প্রেক্ষাগৃহে বসে ছবিটি উপভোগ করতে কোনও অসুবিধা হবে না এটুকু কথা দিচ্ছি। অনবদ্য গ্রাফিক্সের সঙ্গে রাউলিং-এর টানটান সংলাপ আর জনি ডেপ-এর অভিনয়ের মিশ্রণ তৈরি করলে তা যে সুস্বাদু হবেই সেটা আলাদা করে বলে দিতে হয় না। তবে হ্যারি পটারের প্রতি পরতে যে উত্তেজনা কিংবা ব্যাক গ্রাউন্ড মিউজিকের অসাধারণ ব্যবহার চরিত্রগুলির প্রতি মোহ তৈরি করে সেটা এখানে নেই বললেই চলে। গল্পের নায়ক নিউটের প্রতি আগ্রহ তৈরি হবে না, বরং ডাম্বলডোর স্ক্রিনে আসার পর একজন চেনা কাউকে পেয়ে দর্শক হাফ ছেড়ে বাঁচবেন। ডেভিড ইয়েটস এর পরিচালনায় ঘাটতি থেকে গেছে বলে মনে হয়। গ্রিন্ডলওয়াল্ডের ভূমিকায় জনি ডেপ ছাড়াও নিউটের ভূমিকায় এডি রেডমাইনি এবং ডাম্বেলডোরের ভূমিকায় জুড ল বেশ ভালো।কৃতজ্ঞতাঃ বর্তমান

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>