| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

মৌসুমী ব্যানার্জীর দুটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

বাজাও আমায়

তোমার কাছে নাম চেয়েছি
দীঠি বলে ডাকবে আমায়?
বুকে খোলা ছাদ চেয়েছি,
ছাদ যেখানে আকাশ নামায় !
একেকটা দিন বড্ড বিবশ
বড্ড অসুখ চোখের পাতায়
ভালোবাসা স্থীর্য আনো
মাদুর পাতো মনের কোণায়।

নদীর ধারে, সেদিন রাতে
ঝড় চেয়েছি
যে ঝড় শুধুই বৃষ্টি নামায়।
শরীর পেতে
তোমার কাছে সুর চেয়েছি
রেখাব থেকে নিষাদ মীড়ে
বাজাও, শুধু বাজাও আমায়।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,valentine day

 

 

পুরিয়া কল্যাণ

তোমার প্রতিদিনের নতুন ভোর
আর হাক্লান্ত রাতের কিছুটা সময়
আমার ছিল
তাদের ফিরিয়ে দিলাম।

যত্নে রেখো
চায়ের টেবিলে ভাগাভাগি আনন্দবাজার।
যত্নে রেখো
ফুটপাথে বেলফুল
আর অল্প শীতে টানাটানি আলোয়ান।

মসজিদের দরজায় রাতের পাহারাদার
তাকে যত্নে রেখো।
রাজপথে কুলফি ফালুদা
আর ঘুমন্ত শিশু
তাকে যত্নে রেখো।

আকাশছাদে মেঘ করেছে আজ
মাথার ওপরে তিন পয়েন্টে পাখা
তোমার কাছে পৌঁছেছিলাম
গাছ পেরিয়ে গাছ
আজ আয়না জুড়ে কুরুশ কাঠির ঢাকা।

মনভাসিয়া,
মনে পড়ে না
শেষ কবে তোমায় বলেছি
আমার পুরিয়া কল্যাণ দুঃখগুলোর কথা।

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত