চাঁদে নামলেও উপগ্রহের উপরিভাগে থাকা বাধার কারণেই পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল পাচ্ছে না ল্যান্ডার বিক্রম। রবিবার এই দাবি জানিয়েছেন চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই।
এদিন সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘চাঁদের উপর থাকা ল্যান্ডারের খোঁজ পাওয়ার পরে এবার তার সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করতে হবে। মনে করা হচ্ছে, চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফ্ট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আমরা বাধার সম্মুখীন হচ্ছি।’
তবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলেও তার মেয়াদ ৫-১০ মিনিটের বেশি হবে না বলে জানিয়েছেন অধিকর্তা। ইসরোর বিজ্ঞানীরা এই বিষয়ে প্রচণ্ড পরিশ্রম করছেন বলেও তিনি জানান।
রবিবার সকালে ইসরো চেয়ারম্যান কে সিবন জানান যে, বিক্রমের সন্ধান পেতে সফল হয়েছে চন্দ্রযান-২ এর অর্বিটার। চাঁদের পিঠে নামা ল্যান্ডারের একটি ‘থার্মাল ইমেজ’ও তুলতে সক্ষম হয় অর্বিটার। তবে তার সহ্গে যোগাযোগ তৈরি করতে আগামী ১৪ দিন ধরে চেষ্টা করবেন বিজ্ঞানীরা, জানিয়েছেন সিবন।