| 1 সেপ্টেম্বর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: খাদ্য ও ক্ষুধা । সাইফুল্লাহ মাহমুদ দুলাল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

যদিও ক্ষুধা আর খাদ্য এক নয়।
তবুও ক্ষুধা আর খাদ্য
একে অপরের পরম বন্ধু,
পরস্পরের পরিপূরক, প্রেরক এবং প্রাপকের মতো।
.
উপরে উল্লেখিত বাক্যে ক্ষুধার বদলে পুংলিঙ্গ,
খাদ্যের স্থলাভিষিক্ত স্ত্রীলিঙ্গ হলেই একটি কবিতা তৈরি হয়ে যায়
অথবা মুগ্ধ চাঁদ।
.
যদিও চাঁদগুলো এলোমেলো ছিলো,
যদিও অব্যয় পদে খাদ্য ও ক্ষুধা নেই। আছে- শোভা বর্ধন।

error: সর্বসত্ব সংরক্ষিত