Categories
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও প্রশ্নোত্তর
আনুমানিক পঠনকাল: 4 মিনিট
১। ভাষা ভাষীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত তম?
= ষষ্ঠ (৬) ।
২। বাংলাদেশে কতটি মাতৃভাষা রয়েছে ?
= ৪১টি । ( বিভিন্ন নৃ-গোষ্ঠীর ৪০টি সহ )
৩। তমদ্দুন মজলিস কবে গঠন করা হয় ?
= ১ সেপ্টম্বর ১৯৪৭
৪। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম কবে গঠিত হয় ?
= ১ অক্টোবর , ১৯৪৮ ।
৫। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ?
= ২ মার্চ , ১৯৪৮ ।
৬। ‘’উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’’ – উক্তিটি কার ?
= মুহাম্মদ আলী জিন্নাহ ( ২৪মার্চ , ১৯৪৮ )
৭ । ভাষা আন্দোলনের ১ম পুস্তিকার নাম কী ?
= পাকিস্তানের রাষ্ট্র-ভাষা : বাংলা – না উর্দু ?
( সম্পাদক অধ্যাপক আবুল কাসেম , ১৫
সেপ্ট, ১৯৪৭ )
৮। ভাষা আন্দোলনের মুখপত্রের নাম কি?
= সাপ্তাহিক সৈনিক । প্রথম সম্পাদক >>
শাহেদ আলী ।
৯। স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
= শহীদ মিনার
১০। গণ পরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
= মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ (১২
আগস্ট , ১৯৫৫)
১১। পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে বিল পাশ হয় কবে ?
= ৭মে, ১৯৫৪ ।
১২। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কবে?
= ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।পাকিস্তানের সংবিধানের ২১৪(১) অধ্যায়ে ।
১৩। ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় কবে ?
= ২১ ফেব্রুয়ারি, ১৯৫৬ ।
১৪। জাতীয় শহীদ মিনারের আয়তন ও উচ্চতা কত?
= আয়তন ১৫০০ বর্গ ফিট বা ১৪০ বর্গ মিটার,উচ্চতা ৪৬ফিট বা ১৪ মিটার ।
১৫। একুশে ফেব্রুয়ারির চেতনা কী ?
= বাঙালী জাতীয়তাবাদ
১৬। একুশে ফেব্রুয়ারির চেতনা থেকে জাতির মননের প্রতীক হিসেবে যে সংস্থা প্রতিষ্ঠিত হয় তার নাম কী ?
= বাংলা একাডেমি ( ৩ ডিসে, ১৯৫৫)
আরো পড়ুন: ভাষা আন্দোলনের আরেক অধ্যায় ‘শিলচর’
১৭। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?
= প্রফেসর মযহারুল ইসলাম
১৮। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
= ঢাকা সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি ভবনের পাশে । ভিত্তি প্রস্তুর স্থাপন ২০০১ সালে। উদ্বোধন ২০১০ ।
১৯। ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন ?
= জেলে ।
২০। ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
= নূরুল আমীন। পাকিস্তানের প্রধামন্ত্রী > খাজা নাজিম উদ্দিন ।
২১। ২১ শে ফেব্রুয়ারি , ১৯৫২ বাংলা সন কত ছিল?
= ৮ ফাল্গুন , ১৩৫৯ ।
২২। সবচেয়ে কম বয়সী ভাষা শহীদের নাম কী ?
= অহিউল্লাহ
২৩। ভাষা আন্দোলনের সময় কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা?
= ৫৬%।
২৪। বাংলাদেশ ব্যতীত কোন দেশ বাংলাকে মাতৃভাষার মর্যাদা দিয়েছে ?
= সিয়েরা লিওন ।
২৫। বাংলাদেশ ভূ-খণ্ডের বাইরে কোথায় বাংলাকে আধা- সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়?
= আসামের বাঙালি অধ্যুষিত ৩টি জেলাকে।
২৬। দেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপন করা হয় কোথায়?
= জাপানে।
২৭। ১ম-এ বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়?
= কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে
.
২৮। বাংলাদেশের সংবিধানে ভাষা প্রসঙ্গটির চিত্র:
# অনুচ্ছেদ-৩: রাষ্ট্রভাষা।
# অনুচ্ছেদ-২৩: “জাতীয় সংস্কৃতি”
উপশিরোনামের অধীনে “জাতীয়
ভাষা”।
# অনুচ্ছেদ-১৫৩: “প্রবর্তন, উল্লেখ ও
নির্ভরযোগ্য পাঠ” উপশিরোনামের
অধীনে “বাংলা ও ইংরেজি পাঠ”।
# চতুর্থ তফসিল: ১৫০ অনুচ্ছেদ এর ৩ক
অনুচ্ছেদের ৯ দফায়- “কতিপয় ফরমান
বৈধকরণ ইত্যাদি” উপশিরোনামের
অধীনের ৯ দফায় “বাংলা ও ইংরেজি পাঠ”।
.
২৯। ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটি কবিতা?
১. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
– মাহবুবুল আলম চৌধুরী
২. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় –
আব্দুল লতিফ
৩. কোন এক মাকে – আবু জাফর
ওবায়দুল্লাহ
৪. স্মৃতিস্তম্ভ- আলাউদ্দীন আল আজাদ
৫. বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা ,
ফেব্রুয়ারি ১৯৫৯ – শামসুর রহমান
৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি – আব্দুল গাফফার
চৌধুরী । (গানটির বর্তমান সুরকার >> আলতাফ
মাহমুদ । ১ম সুরকার আব্দুল লতিফ।)
৩০।’সালাম সালাম হাজার সালাম ‘ এই গানটির গীতিকার কে?
= ফজল এ খোদা
৩১।’সালাম সালাম হাজার সালাম ‘ এই গানটির সুরকার ও শিল্পী কে?
= আব্দুল জব্বার।
৩২।“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” – কবিতাটি কে লিখেছেন?
= অতুল প্রসাদ সেন
৩৩। ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত উপন্যাসগুলো কী কী ?
=জহির রায়হানে >> আরেক ফাল্গুন ,
একুশে ফেব্রুয়ারি, ; শওকত ওসমানের
আর্তনাদ । সেলিনা হোসেনের >>>>
নিরন্তর ঘণ্টাধ্বনি ও যাপিত জীবন ।
৩৪। ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত চলচ্চিত্রের নাম কি?
= জীবন থেকে নেয়া- জহির রায়হান । এই চলচ্চিত্রে ১ম আমার সোনার বাংলা গানটি ব্যবহৃত হয়।
৩৫। ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত নাটক কি?
= কবর ( মুনীর চৌধুরী)
৩৬। একুশে পদকের কত সালে প্রবর্তন করা হয় ?
= ১৯৭৭
৩৭। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
= হামিদুর রহমান(সহকারী ছিলেন নভেরা আহমেদ)
৩৮। মহিলা ভাষা সৈনিকদের নাম কী?
১।মমতাজ বেগম
২।প্রফেসর সুফিয়া আহমেদ
৩।নুরুন্নাহার কবির
৩৯। সরকারি ভাষা হিসাবে বাংলার ব্যবহার শুরু হয় কত সালে?
=১৯৫৬।
৪০। রাষ্ট্র ভাষা বংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ?
= ধীরেন্দ্র নাথ দত্ত১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারী তারিখে পাকিস্তান গণপরিষদে ইংরেজী ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
৪১। জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কি প্রকাশ করে ?
= মা তার সন্তানদের মাতৃভাষার গল্প শোনাচ্ছে।
৪২। বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয় ?
= ১৯৫৬সালে
৪৩। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
= ৩১জানুয়ারী ১৯৫২সালে।
৪৪। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
= বৃহস্পতিবার।
৪৫। জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন কে?
= বরকতের মা হাসিনা বেগম ,১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি। ( ঢাকার প্রথম শহীদ মিনারটি ২৩ ফেব্রুয়ারি,১৯৫২ তে উদ্বোধন করেন মাহবুবুর রহমান,শহীদ শফিউরের বাবা )
৪৬। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১ম কয়টি দেশ পালন করে?
= ১৮৮টি(২০০০সালে)
৪৭। ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
= ১৭ নভেম্বর, ১৯৯৯ । ৩০তম সাধারণ অধিবেশনে । বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতভাবে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
৪৮। ১৯৫৬ সাল পর্যন্ত ভাষা দিবস কত তারিখ পালিত হত?
= ১১মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হত।
৪৯। কোথায় আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক ভাস্কর্য স্থাপন করা হয়?
-নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক ভাস্কর্য স্থাপন হলো। উল্লেখ্য, ভাস্কর্যটির নকশা তৈরী করেছেন অলিম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম এবং ভাস্কর্যটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী মৃণাল হক।
৫০। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
– অধ্যাপক আবুল কাসেম।