
অমিত কুমার কুণ্ডু
১৯৮৪ সালের ২৫ অক্টোবর ঝিনাইদহ জেলার মহেশপুরে জন্ম। বাবা অমল কুমার কুণ্ডু, মা দীপ্তি রাণী কুণ্ডু। বিদ্যুৎ প্রকৌশলী হিসাবে একটি সরকারি দপ্তরে কর্মরত আছেন। তার লেখার জগতের প্রায় সবটুকু শিশু-কিশোরদের জন্য। প্রকাশিত কিশোর প্রবন্ধ 'বিশ্বজয়ী হও' ও 'উপাসনা'। ছড়া কবিতার বই 'অয়ন্তিকা', 'জননী আমার স্বদেশ আমার', 'ছন্দে ছন্দে নৈতিকতা' ও ' বঙ্গবন্ধু অবিনাশী অক্ষয়'। ছোটদের গল্পের বই 'সততার পুরস্কার', 'লাস্ট বেঞ্চের ছাত্র', ' গল্প কথায় বর্ণমালা' ও 'ফার্স্ট বেঞ্চের ছাত্র'। বড়দের গল্পের বই 'শুধু তোমারই জন্য'। সম্পাদনা করেছেন 'আবাহন', 'হাতেখড়ি' ও 'মহেশপুর সাহিত্য পত্রিকা'। তাঁর 'নিতির গল্প' নামে একটি উপন্যাস, বর্তমানে ধারাবাহিক ভাবে প্রচারিত হচ্ছে।
