বাঁশি
বাঁশি আসলে মনের ভেতরেই বাজে।
তাই হঠাৎ একদিন পার্ক স্ট্রিটে
অচেনা কোনও সুর শুনলে মনে হয়
কোথাও যেন শুনেছি, আগে।
অসীম
জলে, পত্রমর্মরে
মানুষ গান গাইতে শেখার আগে
কথা বলতে শেখার আগে
দিন আর রাত্রির তফাত বুঝে ওঠার আগেও
সে ছিল।
সময় সুরের কাছে পরাস্ত।
আরো পড়ুন: প্রবুদ্ধসুন্দর কর-এর একগুচ্ছ কবিতা
অন্তর্ঘাত
কাটা ঘুড়ি
কিন্তু নিজে হারেনি
বরং
সে মুক্তি পেয়েছে বন্ধন থেকে
আর
মালিককে দিয়েছে হারিয়ে।
হাত
হাতের ওপর হাত রাখা সত্যিই সহজ নয়।
কিন্তু বিষণ্ণ, নিঃসঙ্গ মানুষ জানে
সম্ভবত, আরও কঠিন
কাঁধের ওপর হাত রাখা।
দিগন্ত
সে তোমাকে বুঝিয়ে দেয়
অপ্রাপ্তির মাধুর্য।
জন্ম বাঁকুড়ার বেলিয়াতোড়। কবি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। স্বল্পকালের জন্য ছিলেন সাহিত্য আকাদেমির পূর্বাঞ্চলের সচিব। কবিতার পাশাপাশি লিখেছেন বেশ কিছু ছোটোগল্প ও কয়েকটি উপন্যাস।
সম্পাদনা করেছেন অস্ট্রেলিয়ার অ্যাবওরিজিনাল কবিতার বাংলা অনুবাদের একটি গ্রন্থ, কালো অস্ট্রেলিয়ার কবিতা ও ভারতবর্ষের বিভিন্ন ভাষার কবিতার বংলা অনুবাদের সংকলন, সীমানা ছাড়িয়ে।
পেয়েছেন বাংলা আকাদেমি, কৃত্তিবাস, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার।