| 13 সেপ্টেম্বর 2024
Categories
ভাসাবো দোঁহারে

ভাসাবো দোঁহারে: চারটি প্রেমের কবিতা । সাইফুল্লাহ মাহমুদ দুলাল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
স্বরবৃত্ত প্রেম 
 
তুমি অনেক মিষ্টি মেয়ে
মিষ্টি ফুলের ঘ্রাণ,
সন্ধ্যারাতে ফেরেস্তারা
কাড়বে তবু প্রাণ!
 
*
 
পরজন্মে পিঁপড়া হবো
খুঁজবো তোমার কবর,
মাটির ঘরে কেমন আছো
নেবো তোমার খবর।
 
*
 
পরজন্মে পিপিলিকা
তোমার কাছে যাবো,
সেখানে তো কেউ থাকে না
তোমায় একা পাবো।
 
*
 
পরজন্মে পোকা-মাকড়
কীটপতঙ্গ হবো,
নি:সঙ্গ সেই নীড় নিবাসে
তোমার সঙ্গ নেবো।
 
*
 
নেক্রোফিলিক নই তো আমি
কিংবা মাংসলোভী,
মৃত আমরা মৃত্যর ভেতর
থাকবো দু’জন ডুবি।
.
চন্দ্রবিন্দু, হসন্ত
 
শীত বরফে তুষারপাতে
নেই এখানে চন্দ্রবিন্দু হসন্ত,
তোমার জন্য রমনা পার্কে
রেখে এলাম ফাগুন এবং বসন্ত !
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,prem er kobita
লোভনীয়
 
লোভী নই, লোভ নেই।
কিন্তু তুমি লোভনীয়!
 
তোমার ইচ্ছে জাগলে, আমার স্বাদ নিও!
.Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,prem er kobita
অনালোচ্য
কে কি কখন খুললো, কারটা খুললো
কিভাবে খুললো, তা মোটেও
গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নয়।
এই খোলাখুলির ব্যাপারটি কেউ কোনো দিন আলোচনা করেনি
মনেও রাখেনি,
কবিতাও লিখিত হয়নি।
*
কখনো কখনো নিজেই খুলতে হয়,
খুলে দিতে হয়, খুলে নিতে হয় অথবা যৌথ ভাবে।
*
তবে ব্রা খোলার ব্যাপারটি কবিতার মতো
মুগ্ধতায় জড়নো।
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত