ভাসাবো দোঁহারে: অপার্থিব । বীথি চট্টোপাধ্যায়
প্রেম এসেছিল অকূল সিন্ধুপারে
হাজার বছর আগেও কারুর কাছে,
এখনও সে প্রেম পূর্ণিমা চাঁদ হয়ে
ঝুলে থাকে কোনও বুড়ো অশ্বত্থ গাছে।
#
কখনও হয়তো প্রতিবাদ-সভা রূপে
দাঁড়িয়ে পড়বে ধর্মতলার মোড়ে,
যুবক-বয়সি সৌমিত্রর মতো
সিগারেট হাতে নন্দন চত্বরে।
#
পদ্মার বুকে কেউ কবি হয়ে ওঠে
নদীজল যেন কারুর গভীর দিঠি,
“আমাকে চায়নি কোনওদিন কোনওমেয়ে”
রবীন্দ্রনাথ লেখেন এমন চিঠি।
#
সেই শুধু পারে যে কাউকে নিয়ে যেতে,
ভুবন পেরিয়ে স্বর্গের খুব কাছে…
আঘাতের নামে কত যে পুরস্কার
হৃদয়ে সেসব যত্নেই রাখা আছে।
#
হাতে হাত রাখা যদিও সহজ নয়
তারচে সহজ ঢেউয়ের ওপর ঢেউ;
ছোট্ট ভ্রমণ জলতরঙ্গ হও
এই পৃথিবীতে থাকতে আসিনি কেউ

কবি,কথাসাহিত্যিক ও সম্পাদক